Thursday, April 11, 2019

কোন এক রাতবিহারিনীকে


কোন এক রাতবিহারিনীকে
(আহমেদ জী এস এর কবিতা) 

হায় রে , ফুলি !

কেন পথে নেমে এলি, এ কোন সন্ধ্যাবেলা 
চোখে বিষাদের হলুদ কাজল মেখে 
দুঃখের মলিন গাত্রাবাস খুলে রেখে 
নিশীথে চড়ালি গতরে সুবাস নির্জলা ! 

কাকে দেখাবি বিগতা শরীরের এ ঢেউ 
কার বাহু বিস্তারে আয়াসে দিবি ধরা 
বুকের গহীন কন্দরে এতো যে খরা 
তারে কি কখনো দুহাতে তুলে নেবে কেউ ? 

কেন সঁপে দিলি প্রকাশ্যে জীবন যৌবন, 
আজন্ম আদরিনী মাটিগন্ধ খসালি 
পিষ্ঠ স্তনে ভিন দেশী আঘ্রান মাখালি 
চোখজল ঠেলে রেখে কাটালি আজীবন 

ব্যাধিগ্রস্থ পিশাচের দঙ্গলেরই ভীড়ে 
আজো খুঁজিস দুখি মুখখানি পিতার ?  
ভায়ের আদল, শতছিন্ন সংসার ?  
জানি , এই ক্লেদ-নগর নিছে সব কেড়ে ।   


ভুলেছিস কি , পুকুরের সেই শান্ত জল 
কাঁধের চকিত দর্প , অকারন হাসি 
কৈশোরের নির্ঝরিনী ঝরা সর্বনাশী 
গতরের মূর্ছায় কাঁপা ফুল, কী দোদুল  ?  

মনে পড়ে , সুগন্ধা নদীর ঢেউ উত্তাল 
বিবসনা নারকেল ছায়ার দুপুর, 
পুঁইয়ের বীচি রাঙা পায়ের নুপূর 
কলশব্দে হেসে ওঠা ঐ মাটির ফাটল ? 

এখানে নরকের ক্ষুধা দাউদাউ জ্বলে  
কুকুর কুন্ডলী সহবাসে রাতভর, 
দেহ ছেনে আনিস মুখের আহার  
কি কুক্ষনে, এই বুঝি ছিলো তোর কপালে ?

হায় রে , ফুলি !
শুধু তোরেই বলি-

নামুক ঘুম, শান্তি তোর গহীন শয়নে  
শান্তি,  মনের গভীরে । অচেনা প্রহরে      
জেগেছিস  নির্ঘুম রাত ,  এই শহরে  
ভালো থাকিস সব ভুলে আপন ভুবনে । 


No comments:

Post a Comment

কোন এক রাতবিহারিনীকে

কোন এক রাতবিহারিনীকে (আহমেদ জী এস এর কবিতা)  হায় রে , ফুলি ! কেন পথে নেমে এলি, এ কোন সন্ধ্যাবেলা  চোখে বিষাদের হলুদ কাজল মেখে ...

জ্ঞান কি .... জ্ঞানী কে